পেনসিলভেনিয়া রাজ্যে ‘বাংলাদেশ এভিনিউ’ নামফলক উম্মোচন করা হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগান, নিউজার্সী, শিকাগো’র পর এবার পেনসিলভেনিয়া রাজ্যে বিজয়ের মাস ডিসেম্বরে ‘বাংলাদেশ এভিনিউ’ নামে আরেকটি রাস্তার নাম হতে যাচ্ছে।
মিলবোর্ন সিটি মেয়র মাহবুবুল আলম তৈয়ব জানান, মার্কেট স্ট্রিট থেকে গার্ডেন কোর্ট পর্যন্ত পুরো এলাকাটি ‘বাংলাদেশ এভিনিউ’ হচ্ছে।
উল্লেখ্য, ইতোপূর্বে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার অ্যাভিনিউ, কুইন্সের হিলসাইড এবং জ্যাকসন হাইটস, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় ‘লিটল বাংলাদেশ’, ‘বাংলাদেশ স্ট্রিট’ এবং ওজোনপার্কে বাংলাদেশ স্ট্রিট হয়েছে। মিশিগানের ডেট্রয়েট সিটিতেও বাংলাদেশ অ্যাভিনিউ, নিউজার্সির প্যাটারসনে জালালাবাদ স্ট্রিট হয়েছে। লসএঞ্জেলেস ডাউন টাউনের একটি অংশকে ‘লিটল বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শিকাগোর ডাউন টাউনে অনেক আগে ‘শেখ মুজিব ওয়ে’ হয়েছে।