শনিবার , ৬ আগস্ট ২০১৬ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশে হামলা আরো বাড়তে পারে’

Paris
আগস্ট ৬, ২০১৬ ৬:৪১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেদারল্যান্ডসভিত্তিক ইউরোপিয়ান পুলিশ অফিস (ইউরোপোল) জানিয়েছে, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে জঙ্গি হামলা আরও বাড়তে পারে। চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে সংস্থাটি এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। ইউরোপোলের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএস ও আল-কায়েদার শাখা তৈরি এবং বাংলাদেশে পশ্চিমাদের টার্গেট করে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনাবলি ওই অঞ্চলগুলোতে ভবিষ্যৎ হামলা ও অপহরণ আরও বৃদ্ধি করতে পারে। ইউরোপোল প্রতিবেদনে আরও বলেছে, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস) একজন পাকিস্তানি পণ্ডিত ও তিনজন ব্লগারের (নাস্তিক ও ধর্মদ্রোহী বিবেচনায় দুজন বাংলাদেশি ও একজন পাকিস্তানি) হত্যার দায় স্বীকার করেছে।

ওই প্রতিবেদনে ২৮ সেপ্টেম্বর ২০১৫ বাংলাদেশে একজন ইতালীয় নাগরিক এবং ৩ অক্টোবরে একজন জাপানি নাগরিককে হত্যার ঘটনাকে হিট অ্যান্ড রান টেররিস্ট অ্যাটাক হিসেবে চিহ্নিত করা হয়, যার দায় পরে আইএস স্বীকার করেছে বলে উল্লেখ করা হয়। আইএস বাংলাদেশের শিয়া সম্প্রদায় ও বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর ওপর আরও আক্রমণ চালানোর দাবিও করেছে।

সূত্র: অনলাইন

সর্বশেষ - জাতীয়