শনিবার , ৭ মে ২০২২ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাংলাদেশের পরিবর্তনের অনুঘটক ছিলেন আবুল মাল আবদুল মুহিত’

Paris
মে ৭, ২০২২ ৯:১০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

সদ্যঃপ্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ মে) বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এ সময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইদুজ্জমান, সাবেক সচিব এম মোকাম্মেল হক, মরহুম মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

দোয়া মাহফিলে মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিতির জন্য মরহুমের পরিবারের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মরহুম আবুল মাল আবদুল মুহিতের বড় ছেলে শাহেদ মুহিত।

এর আগে মুহিতকে স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘আমার বড় ভাই সৎ ও নিষ্ঠাবান লোক ছিলেন। ১৯৮০-৯০-এর দশকেও দেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে চিন্তা করতেন। তিনি সারা জীবন মানুষের উন্নয়নের কথা চিন্তা করেছেন। আমি আমার ভাইকে হারিয়েছি, দেশ একজন নিষ্ঠাবানকে হারিয়েছে। ’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দেশের প্রতি আবুল মাল আবদুল মুহিতের যে অঙ্গীকার ছিল তা আমরা দেখাতে পারলে বাংলাদেশ অবশ্যই ২০৪১ সালে উন্নত দেশ হবে। ’

দেশের অর্থনৈতিক খাতে আবুল মাল আবদুল মুহিতের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান।

সাবেক সচিব এম মোকাম্মেল হক বলেন, ‘বাংলাদেশের পরিবর্তনের অনুঘটক ছিলেন আবুল মাল আবদুল মুহিত। ’

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী বলেন, ‘তার সারা জীবন ছিল সত্য প্রতিষ্ঠার উদাহরণ। নিপীড়িত, সংগ্রামী মানুষের পক্ষে ছিলেন। সর্বজনপ্রিয় এক কিংবদন্তি মুহিতকে বাংলাদেশ স্মরণ করবে চিরকাল। ’

সালমান এফ রহমান বলেন, ‘তরুণ প্রজন্ম কী ভাবছে, তাদের জন্য কী করা যায়, সেটি নিয়ে আবুল মাল আবদুল মুহিত চিন্তা করতেন। ’

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘দেশের সবচেয়ে সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়