বুধবার , ১১ মে ২০২২ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ড-এর সদস্যদের নিয়ে আলোচনা সভা

Paris
মে ১১, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর হোটেল রয়্যাল রাজ-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ড-এর সদস্যদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১০ মে) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত  এই সভায় উপস্থিত ছিলেন প্রভিডেন্ট ফান্ড-এর চেয়ারম্যান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সদস্য মোহাম্মাদ আলী দ্বীন। বুধবার (১১ মে) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মনিরুজ্জামান দিপুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর. ড. এম. সাইদুর রহমান খান ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সম্মানিত সদস্য কামরুন রহমান খান। আরো উপস্থিত ছিলেন- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার, উপ-উপচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় মোহাম্মাদ আলী দ্বীন বলেন, ‘প্রভিডেন্ট ফান্ড যে কোন প্রতিষ্ঠানের জন্য একটি ভালো পদক্ষেপ। আমাদের প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডে যে পরিমাণ অর্থ সঞ্চয় হবে, তার শতকরা ৯০ ভাগ ৫% হারে ঋণ নেওয়া যাবে। এবং পরবর্তীকালে লভ্যাংশ প্রভিডেন্ট ফান্ড-এর সদস্যদের মধ্যেই বন্টন করে দেয়া হবে।’ তিনি প্রত্যেক বছর এই রকম আলোচনা সভা আয়োজনের আশা প্রকাশ করেন।

প্রফেসর. ড. এম. সাইদুর রহমান খান ও কামরুন রহমান খান প্রভিডেন্ট ফান্ড-এর সদস্যদের নিয়ে এমন একটি সভার জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। আলোচনা শেষে রাতের খাবারের মধ্য দিয়ে এ সভার পরিসমাপ্তি ঘটে।

এএইচ/এস

সর্বশেষ - রাজশাহীর খবর