গত সোমবার ও মঙ্গলবার জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির সহ-সভাপতি মাওলানা আইয়ুব আলীর নেতৃত্বে ৮সদস্যের একটি দল বন্যাদুর্গত এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী ও অন্যন্যা উপকরণ প্রদান করেন।
ফেনী শহর থেকে ফুলগাজী থানার প্রত্যন্ত অঞ্চল, ছাগলনাইয়া থানার কাশিপুর এবং লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্যে প্রত্যন্ত গ্রামগুলোতে ৭৮০প্যাকেট বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটে রয়েছে- পাঁচ কেজি চাল, ১কেজি ডাল,দুই কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি,১ লিটার ভোজ্য তেল,৪ হাত সাইজের একটি করে বড় গামছা, সাবান, স্যালাইন ও জরুরী ঔষধপত্র এবং একটি করে দুই লিটার পানির বোতল।
বিষয়টি নিয়ে কথা হলে বিতরণ কমিটির আয়বায়ক ও নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির সহ-সভাপতি মাওলানা আইয়ুব আলী বলেন – ‘পূর্বের ন্যায় এবারের দুর্যোগেও নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যান সমিতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতি দেশের মানুষের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। এসময় তিনি যে যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহব্বান জানান।