আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) কুইন্সটাউনের জন ডেভিস ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৫ রান করে নিউজিল্যান্ড নারী দল। সেঞ্চুরি পেয়েছেন সুজি বেটস। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১১০ রান তোলেন সিধরা আমিন ও মুনিবা আলী। ৪৪ রান করে মুনিবা ফিরলে ভাঙে সেই জুটি। এরপর অবশ্য আর বড় কোনো জুটি গড়তে পারেনি তারা। সিধরা ছাড়া আর কেউই বড় কোনো ইনিংস খেলতে পারেননি।
ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখেছিলেন সিধরা। এই ওপেনার ১১৭ বলে ১০৫ রান করে সাজঘরে ফিরলে আর বেশি দূর এগোয়নি পাকিস্তানের ইনিংস।
এর আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড। প্রথম উইকেট পেতে ২৬তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পাকিস্তানকে। ৮৬ রান করে বার্নাডিন বেজিডেনহাট সাজঘরে ফিরলে ভাঙে ১৬৫ রানের উদ্বোধনী জুটি।
বার্নাডিন সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও এই মাইলফলক ছুঁয়েছেন আরেক ওপেনার সুজি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০৪ বলে ১০৮ রান। তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন অ্যামিলিয়া করও। ৬৯ বলে ৮৩ রান করেছেন তিনি।
চারে খেলতে নেমে রীতিমতো ঝড় তোলেছিলেন সুফি ডেভাইন। এই মিডল অর্ডার ব্যাটার ২ চার আর ৬ ছক্কায় ৩৬ বলে করেছেন ৭০ রান। উপরের সারির চার ব্যাটারই ৭০ বা তার বেশি রান করেছেন। তাতে একটা বিশ্বরেকর্ড হয়েছে। মেয়েদের ওয়ানডেতে এই প্রথম ঘটেছে এমন ঘটনা।