মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বগুড়ায় বিএনপি’র সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় দল থেকে অব্যাহতি

Paris
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১:২২ পূর্বাহ্ণ

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলনের একদিন পর সাবেক মেয়র মতিয়ার রহমান মতিনকে পৌর বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার(০৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, পৌর বিএনপির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দীর্ঘদিন রাজনীতি ও আন্দোলনে অনুপস্থিত, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ফ্যাসিস্ট সরকারের দোসরদের সাথে আঁতাত করে পাতানো নির্বাচনে সহযোগিতা করেছিলেন মতিন।

এ ছাড়া বিনা ভোটে নির্বাচিত এমপিকে ঢাক-ঢোল পিটিয়ে বরণ করে নেওয়াসহ তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় শিবগঞ্জ পৌর বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মতিয়ার রহমান মতিনকে তার সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর বিএনপি’র সদস্য ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান মতিন শিবগঞ্জ থানা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

সর্বশেষ - রাজশাহীর খবর