সিল্কসিটিনিউজ ডেস্ক :
বার্সেলোনার ‘এমএসএন’ খ্যাত আক্রমণভাগ এবার ফিরছে আমেরিকান ফুটবলেও! ফ্লোরিডায় নেইমারের একখণ্ড জমি কেনার খবরে গুঞ্জনের ডালপালা মেলেছে যে, ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে পুনর্মিলন হচ্ছে তার।
সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন নেইমার। শোনা যাচ্ছে, মেজর লিগ সকার ক্লাব মায়ামির সঙ্গে আলাপ হচ্ছে তার। এবার ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডায় ২ কোটি ৬০ লাখ ডলারে লেকের ধারে একখণ্ড জমি কিনেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মেসির ক্লাবের শহরে তার সম্পত্তি কেনার খবর দুই তারকার একত্রীত হওয়ার গুঞ্জন উসকে দিয়েছে। একই প্রতিবেদনে জানানো হয়েছে, ১৩ হাজার বর্গফুটের একটি বাড়ি বানানোর পরিকল্পনার অনুমোদন পেয়েছেন তিনি।
ক্রেতা নেইমারের এক প্রতিনিধি জানান, তার ক্লায়েন্টকে এই এলাকার গোপনীয়তা ও নিরাপত্তা আকৃষ্ট করেছে। এমনটাই নাকি চেয়েছিলেন নেইমার!
মেসি এরই মধ্যে সাবেক বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুশকেটসকে গত বছর থেকে একই ক্লাবে পেয়েছেন। এবার এই তালিকায় নেইমারকে দেখার অপেক্ষা ফুরানোর পালা।
২০২৩ সালে পিএসজি থেকে আল হিলালে যোগ দিয়েই ইনজুরিতে পড়েন নেইমার। মাত্র ছয় ম্যাচ খেলেছেন। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়নস লিগে তাকে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নামতে দেখা গেছে।
সূত্র: বাংলা ট্রিবিউন