সিল্কসিটিনিউজ ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণেই পাকিস্তানের কাছে হারতে হয়েছিল বাংলাদেশের। আজ আবারো ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ক্রাইস্টচার্চে আউটের মিছিল আর হার্ডহিটিংয়ের অভাবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের মতো দলের কাছে এই লক্ষ্য মামুলিই।
সুবিধা করতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকতও, তাঁর অবদান ৪ বলে ২। ছয়ে নামা ইয়াসির আলী রাব্বি ফিরেন ৯ বলে ৭ রান করে। ১৭তম ওভারে দলীয় ১০২ রানে বিদায় নেন ২৬ বলে ২৪ রান করা আফিফ। ১৮তম ওভারের শেষ বলে (দলীয় ১১০ রান) আউট হন সাত নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব। ব্যাট হাতে অধিনায়কের অবদান ১৬ বলে ১৬। শেষ দিকে নুরুল হাসান সোহান ১২ বলে ২ ছক্কা ও ১ চারে অপরাজিত ২৫ রান করলে বাংলাদেশের সংগ্রহটা ১৩৭-এ পৌঁছে।
নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল ও ইশ সুধি দুটি করে উইকেট নেন।