শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফেনীতে বিপৎসীমার অনেক নিচে পানি, নেই বন্যার শঙ্কা

Paris
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের পূর্বাঞ্চলের ফেনী, চট্টগ্রাম ও সিলেটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে ফেনীতে এই মুহূর্তে বন্যার কোনো শঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি এখনও বিপৎসীমার অনেক নিচে দিয়ে প্রাবহিত হচ্ছে।

স্থানীয়রা জানান, ফেনীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হলেও এখনও তীব্র বৃষ্টিপাত হচ্ছে না। স্থানীয় নদীগুলোর পানি এখনও স্বাভাবিক অবস্থায় রয়েছে। পানি এখনও বিপৎসীমার অনেক নিচে আছে।
পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ারের কাছে এ ব্যাপারে জানতে বারবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি।

এর আগে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, বৃষ্টির কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এসব এলাকায় কয়েক দিনের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - জাতীয়