ফিলিস্তিনের পশ্চিমতীরের জেনিন শরণার্থী ক্যাম্পে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। বুধবার (২৯ নভেম্বর) মধ্যরাতে জেনিনে কথিত অভিযানের নামের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনে ইসরায়েলের হামলায় দুই শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে আট বছর বয়সী এক শিশুর মাথায়; ১৫ বছর বয়সী অপর শিশুর বুকে গুলি লাগে।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফাকে স্থানীয় মানুষ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা আদ-দামজ এলাকার বাসিন্দাদের বন্দুকের মুখে বাড়ি খালি করার নির্দেশ দেয়। এ সময় তারা ওই এলাকার বিভিন্ন সড়ক ধ্বংস করে দেয়।
তারা হলেন, জেনিন শরণার্থী ক্যাম্পের ইসলামিক জিহাদ গ্রুপের জ্যেষ্ঠ নেতা মুহাম্মদ জুবাইদি এবং স্থানীয় সদস্য হুসাম হানুন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, মুহাম্মদ জুবাইদি ওই এলাকায় কয়েকটি হামলার সঙ্গে জড়িত ছিলেন।
এই দুই প্রতিরোধ যোদ্ধাকে একটি বাড়ির ভেতর হত্যা করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে জেনিনের এক ব্যক্তি জানিয়েছেন, ভোর ৫টার দিকে ইসরায়েলি সেনারা তার বাড়ি ঘিরে ফেলে। এরপর তার বাড়িতে হামলা চালায়। তিনি তখন বুঝতে পারেন, দুই প্রতিরোধ যোদ্ধা তার বাড়িতে অবস্থান নিয়েছিল। ওই সময় ইসরায়েলি সেনাদের গুলিতে তারা নিহত হন।