বৃহস্পতিবার , ৭ জুলাই ২০১৬ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘ফিরে এসো তোমরা’

Paris
জুলাই ৭, ২০১৬ ৯:০১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্খ:

গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের কয়েক মাস ধরে নিখোঁজ থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর নিখোঁজ ১০ যুবকের সন্ধান চেয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।

 

একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সন্ধান চাওয়া পরিবারের পরিচয় প্রকাশ করা হয়নি।

 

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিবারগুলো যেন সংশ্লিষ্ট থানায় অভিযোগ বা যোগাযোগ করেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।’

 

খোঁজ নিয়ে জানা গেছে, নিখোঁজরা হলেন- রাজধানী ঢাকার তেজগাঁওয়ের মোহাম্মদ বাসারুজ্জামান, বাড্ডার জুনায়েদ খান (পাসপোর্ট নম্বর- এ এফ ৭৪৯৩৩৭৮), চাপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী, ঢাকার আশরাফ মোহাম্মদ ইসলাম (পাসপোর্ট নম্বর-৫২৫৮৪১৬২৫), সিলেটের তামিম আহমেদ চৌধুরী (পাসপোর্ট নম্বর-এল ০৬৩৩৪৭৮), ঢাকার ইব্রাহীম হাসান খান (পাসপোর্ট নম্বর-এ এফ ৭৪৯৩৩৭৮), লক্ষ্মীপুরের এ টিএম তাজউদ্দিন (পাসপোর্ট নম্বর- এফ ০৫৮৫৫৬৮), ঢাকার ধানমণ্ডির জুবায়েদুর রহিম (পাসপোর্ট নম্বর-ই ১০৪৭৭১৯), সিলেটের মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি (পাসপোর্ট নম্বর-টি কে ৮০৯৯৮৬০) ও জুন্নুন শিকদার (পাসপোর্ট নম্বর-বি ই ০৯৪৯১৭২)।

 

সূত্র জানায়, নিখোঁজ যুবকদের পরিবারগুলোও তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদের কেউ দুইবছর, কেউ একবছর থেকে ৬ মাস ধরে নিখোঁজ রয়েছে। অনেকের পরিবার সংশ্লিষ্ট থানায় জিডিও করেছেন।

 

এর আগে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদও পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তা জানাতে অনুরোধ করেন।

সূত্র:রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়