রবিবার , ১৪ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফজলুর রহমান পটলের জানাজায় আওয়ামী লীগ-বিএনপির নেতারা

Paris
আগস্ট ১৪, ২০১৬ ৪:০০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের জানাজা সম্পন্ন হয়েছে।

 

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলীয় অফিস ও সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাসহ তাঁর রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন।

ঢাকায় জানাজা শেষে ফজলুর রহমানের লাশ নিয়ে যাওয়া হয়েছে নাটোরের লালপুরে তাঁর গ্রামের বাড়িতে। আজ বিকেলে লালপুরের পারিবারিক করবস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

দীর্ঘদিন কিডনি রোগে ভুগে গত বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ফজলুর রহমান পটল। শনিবার তাঁর মরদেহ ঢাকায় আনা হয়।

নয়াপল্টনে জানাজায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তাঁর এ চলে যাওয়া শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তবু আমরা চেষ্টা করব, তাঁর পথ অনুসরণ করে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা যে আন্দোলন করে চলেছি, সেই আন্দোলনকে বিজয়ী করার জন্য আমরা কাজ করে যাব।’

সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নিয়ে আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকু বলেন, ‘বর্তমানে দেশব্যাপী যে সন্ত্রাস-জঙ্গিবাদী কার্যক্রম—এ প্রেক্ষাপটে তার বেঁচে থাকার খুব প্রয়োজন ছিল। কারণ, তিনি সব সময় সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন।’

ফজলুর রহমান পটলের ছেলে ইফতেখার প্রতীক বলেন, ‘দেশের জন্য অনেকে ভালো চেয়েছেন উনি, দেশের জন্য শুভকামনা করেছেন। আমি সব মানুষের কাছে আমার বাবার জন্য মাফ চাইছি।’

বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক বলেন, ‘তাঁর যে অক্লান্ত পরিশ্রম দেশসেবার, কি দল কি মত, তাঁর কাছে সেটা (বড়) ছিল না, ছিল দেশসেবা। সেই দেশসেবা উনি করেছেন।’

ফজলুর রহমান পটল ছাত্রনেতা থেকে শুরু হওয়া তাঁর রাজনৈতিক জীবন ইতিহাসের নানা বাঁক পেরিয়ে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। নাটোরের লালপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন যুব ও ক্রীড়া এবং যোগাযোগ প্রতিমন্ত্রীর।

 

সূত্র:এনটিভি

সর্বশেষ - জাতীয়