শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

প্রার্থীতা প্রত্যাহার করেছেন রাজশাহী-৩ আসনের বর্তমান এমপি আয়েন

Paris
ডিসেম্বর ১৬, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছেন রাজশাহী-৩ (পবা-মোহনপু) আসনের বর্তমান এমপি আয়েন উদ্দিন। তিনি রবিবার প্রার্থিতা প্রত্যাহারের  আবেদন জমা দিবেন নির্বাচন কমিশনে। বিষয়টি নিশ্চিত করেছেন আয়েন উদ্দিন।

সিলসিটিনিউজকে তিনি বলেন, ‘দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে তিনি নির্বাচন থেকে সরে যাচ্ছেন। দলের সঙ্গে আছেন আগামীতে জনসাধারণের সঙ্গে থাকবেন। গত ১০ থেকে ১৫ দিন আগেই এমপি আয়েন উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন বলে সিলসিটিনিউজকে জানিয়েছিলেন।’

তিনি আরও বলেছেন, ‘সারাজীবন নৌকার জন্য কাজ করে নৌকার বিপক্ষে ভোট করা কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক। তাই সরে যাচ্ছি। আমি আমার কর্মী-সমর্থকদের শান্ত রাখার জন্য শুধু মনোনয়ন তুলেছিলাম। সবকিছু অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। কাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেব। দলের জন্য কাজ করবো।’

এদিকে আয়েন উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করে নিলে রাজশাহী ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদের জয় পাওয়া অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে। তার শক্ত প্রতিদ্বন্দী আর তেমন কেউ না থাকায় এ আসনে জয় পাওয়া নৌকার পক্ষে সহজ সমীকরণে দাঁড়িয়েছে।

 

Spiring 2025 New Design

সর্বশেষ - রাজশাহীর খবর