রবিবার ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

NBIU Spiring 2025 New Ad

প্রাকৃতিক উপায়ে সতেজ ত্বক

Paris
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সুস্থ, সতেজ এবং স্নিগ্ধ ত্বকের জন্য প্রয়োজন বিশেষ যত্ন। কেননা, অনিয়মিত যত্নে ভালো ফল আসে না। আর এর জন্য দামি প্রসাধনের প্রয়োজন নেয়, বরং ঘরে থাকা সহজলভ্য কিছু উপকরণ দিয়ে সহজেই বানানো যায় কিছু কার্যকর মাস্ক।

অ্যালোভেরা মাস্ক

এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান, যা ত্বকের টেক্সচার উন্নত করতে সহায়তা করে। এটি রোদে পোড়াভাব এবং দূষণজনিত ক্ষতি কমাতে পারে। এর জন্য লাগবে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক টেবিল চামচ দুধের ক্রিম ও এক চিমটি হলুদের গুঁড়া। সব কটি উপাদান একসঙ্গে মিশিয়ে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

আলু ও পেঁপের মাস্ক

আলুতে আছে ক্যাটেকোলেস নামক এনজাইম। যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। দাগছোপ দ‚র করে। আর পেঁপের পেপেইন এনজাইম, আলফা-হাইড্রোক্সি অ্যাসিড নতুন কোষ তৈরি করে। অর্ধেকটা আলু, পাকা পেঁপের কয়েক টুকরা কেটে নিতে হবে। পরিমাণমতো দই মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে এক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশানো যেতে পারে। এই মাস্ক মুখে ও গলায় ভালো করে মাখিয়ে নিতে হবে। রাখতে হবে অন্তত ১৫ মিনিট। মুখ ধুয়ে মাস্কটি ব্যবহার করতে হবে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এই মাস্কগুলো ব্যবহারের পাশাপাশি ত্বকে সব সময় পানিভিত্তিক জেল ময়েশ্চারাইজার লাগাতে হবে এবং অবশ্যই প্রচুর পানি পান করতে হবে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন


আরোও দেখুন
Paris