সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে কমিটি গঠনের নির্দেশ

Paris
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১১:৩৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রবিবার অনুষ্ঠিত গণিত এসএসসির (আবশ্যিক) পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তদন্তে প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি সচিবকে বলেছি তদন্ত কমিটি গঠনের জন্য। কমিটি যদি প্রশ্ন ফাঁসের বিষয়টির প্রমাণ পায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

প্রশ্ন ফাঁসের ঘটনা প্রমাণ হলে পরীক্ষা বাতিল করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী আবারও বলেন, পরীক্ষা আবার নেওয়া হতেও পারে, তবে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া পর সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এ সময় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের সম্ভাব্য সব উৎস আমরা বন্ধ করেছি। এর সফলতাও পেয়েছি। গত তিন বছর ধরে কোনও প্রশ্ন ফাঁস হয়নি। এখন আবার প্রশ্ন ফাঁসের অভিযোগ আসছে। তবে ফাঁস হলে দোষীদের ধরবোই। পুলিশ, গোয়েন্দারা এ বিষয় নিয়ে কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আমরা আটকও করেছি।

 

চলতি এসএসসি পরীক্ষায় গত রবিবারের গণিতের প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। ঢাকাসহ তিনটি বোর্ডের অধীনে রবিবার অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়