নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট আইন বিশেষজ্ঞ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ও সাবেক ডিন প্রফেসর ড. এম হাবিবুর রহমান মঙ্গলবার (১৫ নভেম্বর, ২০২২) রাতে বার্ধক্যজনিত কারণে রাজশাহী নগরীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না……….রাজেউন)।
প্রফেসর ড. এম হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।
এক শোক বার্তায় তাঁরা বলেন, প্রফেসর ড. এম হাবিবুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সূচনালগ্ন থেকে শিক্ষকতা ছাড়াও আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের বিশিষ্ট সমুদ্র আইন বিশেষজ্ঞ ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের শিক্ষাঙ্গণে যে শূন্যতা তৈরী হলো তা পূরণ হবার নয়। আমরা তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এস/আই