শুক্রবার , ১৯ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রথম দিন ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ‘বৃষ্টি’

Paris
আগস্ট ১৯, ২০১৬ ৮:১৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে সফরকারী ভারত মাত্র ২২ ওভার বল করার সুযোগ পেয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুই উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আর এই ‘সুযোগ’ করে দিয়েছে কুইন্স পার্ক ওভালের ‘বৃষ্টি’।

 

সফরকারী ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন নেমে এমন বৃষ্টি বাগড়ায় পড়তে হয়েছে ক্যারিবীয়দের। চার ম্যাচ টেস্ট সিরিজের এই ম্যাচ বাদে আগেই সিরিজ হেরেছে স্বাগতিকরা।

 

ক্যারিবীয় ওপেনার লিওন জনসন ব্যক্তিগত ৯ রানে বিদায় নেন। ইশান্ত শর্মার বলে রোহিত শর্মার তালুবন্দী হয়ে দলীয় ৩১ রানের মাথায় তিনি সাজঘরে ফেরেন। উইকেটে সেট হওয়ার আগেই ব্যক্তিগত মাত্র ১০ রান করে বিদায় নেন ড্যারেন ব্রাভো। অশ্বিনের ঘূর্ণিতে পরাস্ত হলে বোল্ড হন ব্রাভো।

 

দলীয় ৪৮ রানের মাথায় দুই উইকেটের পতনের পর আর কোনো উইকেট হারাতে হয়নি ক্যারিবীয়দের। উইকেটে অপরাজিত আছেন ৭৮ বলে ৫টি চারের সাহায্যে ৩২ রান করা ওপেনার কার্লোস ব্রাথওয়েইট। ৪ রান নিয়ে আরও অপরাজিত আছেন মারলন স্যামুয়েলস। দ্বিতীয় দিন ব্যাট হাতে নামবেন তারা।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা