সিল্কসিটিনিউজ ডেস্ক: ভারতের বিপক্ষে ‘ঐতিহাসিক’ টেস্টের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। দিনের প্রথম ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে আসেন লোকেশ রাহুল। তাসকিনের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরে বল লেগে বোল্ড হন ভারতীয় ব্যাটসম্যান। ভারতের রান তখন মাত্র ২।
এর আগে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় দল। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা।
টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর দল ভারত আর বাংলাদেশের অবস্থান নবম স্থানে। তবে ভারতের কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, বাংলাদেশের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতকে ছেড়ে কথা বলবেন না বলে জানিয়েছেন।
বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
ভারত একাদশ : লোকেশ রাহুল, মুরালি বিজয়, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।
সূত্র: এনটিভি অনলাইন