সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রতিদিন সকালে মৌরি ও জোয়ান পানিতে ভিজিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। সম্প্রতি এই ভেষজটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। দৈনন্দিন রুটিনে হজম স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার জন্য এই ভেষজ বিভিন্ন উপকারে আসে।
আজকের প্রতিবেদনে জানাব এই ভেষজের উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া।
চলুন তাহলে জেনে নেওয়া যাক।
মৌরি ও জোয়ানের উপকারিতা
১। ভালো হজম
মৌরি ও জোয়ান ভেজা পানি পানের প্রাথমিক সুবিধাগুলোর একটি হচ্ছে হজমে ইতিবাচক প্রভাব। এই ভেষজের একটি বৈশিষ্ট্য রয়েছে, যা পাচক এনজাইগুলোকে উদ্দীপিত করে।
নিময় করে সকালে মৌরি পানি খেলে হজমশক্তি বাড়ে। অম্বলের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের ধাত থাকলেও মৌরি পানি খেলে উপকার পাবেন।
২। ফোলা ভাব ও গ্যাস কমায়
এই ভেষজগুলো ফুসকুড়ি উপশশ করতে এবং গ্যাস কমাতে সাহায্য করে।
এটি পরিপাকতন্ত্রের জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে। এছাড়া পেটে আটকে থাকা গ্যাসও বের করে দেয়। এমনকি, পেটে কোনো সংক্রমণ দেখা দিলেও তা থেকে বাঁচাতে পারে মৌরি।
৩। কোলেস্টেরল ও ব্লাড সুগার কমায়
নিয়মিত মৌরি ও
সূত্র: কালের কণ্ঠ