মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় মা-মেয়ের কারাদণ্ড

Paris
নভেম্বর ১৯, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় মা ও মেয়েকে কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বরিশালের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মাসুদুর রহমান তাদের এই দণ্ড দেন।

দণ্ডিত হলেন, মাদারীপুরের রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হৃদয়নন্দি এলাকার আলমগীর হাওলাদারের স্ত্রী জাহিদা বেগম ওরফে সাহিদা বেগম ও তার কন্যা সুমাইয়া আক্তার ওরফে সুরাইয়া। রায় ঘোষণার সময় তারা অনুপস্থিত ছিলেন।

রায়ে জাহিদা বেগমকে তিন ধারায় ১৩ বছর কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, তার মেয়ে সুমাইয়াকে তিন বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, মা ও মেয়ের প্রতারণার ফাঁদে পা দিয়ে এক মুলাদী পৌরসভার এক ব্যবসায়ীর ২০২০ সালে ১২ নভেম্বর ২৬ লাখ টাকা খোয়ান। পরবর্তী সময়ে ফেরত চাইতে গেলে অভিযুক্তরা বিভিন্ন টালবাহানা করেন। একপর্যায়ে তারা আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ২০২২ সালের ১৩ জুন আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। সেই ধারাবাহিকতায় বিচারিক প্রক্রিয়ায় স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাদের বিরুদ্ধে এ রায় দেন।