বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন পাকিস্তানের হানাদার বাহিনীর শাসনকেও হার মানিয়েছে। কথায় কথায় গুলি করে হত্যা করা হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে। কবরে থাকা মানুষের নামেও মামলা দেওয়া হচ্ছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোর শহরের ভোলাট্যাংক রোডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যশোর জেলা বিএনপি আয়োজিত বিশাল এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু এমন বাংলাদেশ চাইনি যেখানে কথা বলা যাবে না, ভোট দেওয়া যাবে না। স্বাধীনতার চেতনা আর মুদ্রা পাচার এক নয়। স্বাধীনতার চেতনা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার।
বিএনপির এই শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার দুঃশাসনের ষোলকলা পূর্ণ হয়ে গেছে। এখন তাকে বিদায় নিতেই হবে। পৃথিবীর কোনো শক্তিই আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সমাবেশ শেষে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।