সিল্কসিটিনিউজ ডেস্কঃ
রাশিয়ার অর্থডক্স চার্চ কর্তৃপক্ষ ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিসের তীব্র সমালোচনা করেছে।
রুশ অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্চ কিরিলকে নিয়ে কথা বলেন পোপ ফ্রান্সিস।
তিনি তখন রুশ চার্চের প্রধান প্যাট্রিয়ার্চ কিরিলকে আহ্বান জানান, তিনি যেন পুতিনের আল্টার বয় না হন।
খ্রিস্টান চার্চে আল্টার বয় বলা হয় সেই বালককে, যে চার্চের যাজকের সহকারী হিসেবে কাজ করে৷
রুশ অর্থডক্স চার্চের প্রধানকে পুতিনের সহকারী বা আল্টার বয় না হতে বলায়, বিষয়টি নিয়ে বেশ ক্ষুদ্ধ হয়েছে রাশিয়ার চার্চ কর্তৃপক্ষ। তারা বলেছে, এমন মন্তব্য পরবর্তী আলোচনায় বিরুপ প্রভাব ও সম্পর্ক খারাপ করবে।
রাশিয়ার চার্চের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার দেড় মাস পর যখন কিরিল ও ফ্রান্সিস সরাসরি কথা বলেছেন তখন পোপের কাছ থেকে এমন সুরে মন্তব্য দুঃখজনক।
এদিকে রুশ অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্চ কিরিল ইউক্রেনে রাশিয়ার চলমান কথিত সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছেন এবং এ অভিযানের পক্ষে কথা বলেছেন৷
৭৫ বছর বয়সী এ ধর্ম যাজকের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বেশ ভালো সম্পর্ক রয়েছে৷
সূত্রঃ যুগান্তর