বুধবার , ১৪ ডিসেম্বর ২০১৬ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুণঃ নির্মান হয়েছে বাগাতিপাড়া সেই কালভার্ট

Paris
ডিসেম্বর ১৪, ২০১৬ ৭:০৬ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি:
বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়ায় নির্মাণের ৯ মাসের মধ্যেই ভেঙ্গে পড়া সেই কালভার্টটি পুন: নির্মাণ করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট দফতর থেকে এটিকে ইউ ড্রেন বলা হয়েছে।

 
প্রকল্প দফতর ও স্থানীয় সুত্রে জানা যায়, সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এরপরই ইউএনও খোন্দকার ফরহাদ আহমদের নির্দেশে গত রোববার ইউ ড্রেনটির কাজ শুরু করে। মঙ্গলবার পুন:নির্মানের কাজ শেষ হয়।

 
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ জানান, ইউড্রেনটি প্রকল্প বাস্তবায়ন অফিস ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্মান করে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ৪০ দিনের কর্মসূচীর নন ওয়েজ খাত থেকে ২০১৪-১৫ অর্থ বছরে এটি নির্মিত হয়েছিল। বালি ভর্তি একটি ভারী ট্রাক্টর উঠে পড়ায় তা ভেঙ্গে পড়েছিল। পরে তা পূন:নির্মান করা হয়েছে।

 
উল্লেখ্য, বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর এলাকার জয়বাংলা মোড় থেকে মধ্যপাড়া গ্রামীন রাস্তায় প্রায় নয় মাস পূর্বে ইউ ড্রেনটি নির্মাণ করা হয়। গত ৩ ডিসেম্বর শনিবার ওই রাস্তায় এক ট্রাক্টর পারাপারের সময় তা ভেঙ্গে পড়ে। ৮ দিন অতিবাহিত হলেও ইউড্রেনটি মেরামতের উদ্যোগ না নেওয়ায় বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই পুণঃ নির্মান করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর