পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী মোক্তার আলী (৩৫) কে গ্রেফতার করেছেন পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে বাড়ির সামনে মাদক বিক্রির সময় ২০ পিস্ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটক মুক্তার আলী উপজেলার বারইপাড়ার গ্রামের খাঁ পাড়ার পচন খাঁর ছেলে এবং পুঠিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টুর চাচাতো ভাই। সে পুলিশের তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মোক্তারকে বাড়ির সামনে মাদক বিক্রির সময় ২০ পিস্ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। এসময় তার সঙ্গীরা পালিয়ে যায়। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এস/আই