পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া থেকে যাত্রী নিয়ে সিংড়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর দুইদিন ধরে নিখোঁজ ভ্যানচালক আবুল কালাম (৪৫)। তিনি চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাতেমের মোড় এলাকার মৃত কুল্লু ফকিরের ছেলে।
নিখোঁজ ব্যক্তির ভাগ্নে দুর্জয় জানান, তার খালু আবুল কালাম মঙ্গলবার সকাল আটটার দিকে পুঠিয়া থেকে ভ্যানে করে ৪ জন যাত্রী নিয়ে নাটোরের সিংড়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বিকাল তিনটা বাজলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে। পরে তার কোনো খোঁজ না পাওয়ায় চারঘাট থানায় একটি জিডি করেছে নিখোঁজ ব্যক্তির জামাই সেন্টু আলী।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, এব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। আমরা নিখোঁজ ভ্যানচালকের সন্ধানে চেষ্টা করছি।