সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় হেরোইনসহ দুইজন আটক

Paris
নভেম্বর ২০, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে।  গতকাল রোববার সকালে পুঠিয়া থানার দিঘলকান্দি গ্রাম হতে ৩০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো আশরাফুল ইসলাম (২৫) ও মোছা: মর্জিনা বেগম (৪৫)। আশরাফুল ইসলাম নাটোর জেলাধীন নাটোর সদর থানার ডাঙ্গাপাড়া গ্রামের নুরু মন্ডলের পুত্র এবং মর্জিনা বেগম রাজশাহী জেলার পুঠিয়া থানার দিঘলকান্দি (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ইয়াদ উল্লাহর কন্যা।

জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) আঃ রহিম ও সঙ্গীয় ফোর্সসহ গত সোমবার সকাল ৬ টায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পুঠিয়া থানার দিঘলকান্দি হতে শিশুতলাগামী কাঁচা রাস্তার ওপর রাজিবের কলা বাগানের পশ্চিম পাশে তিনজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ওই দল আভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করে তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম এবং মর্জিনা বেগমের কাছ থেকে ৫ গ্রাম উদ্ধার হয়। আটককৃতদেও বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ - রাজশাহীর খবর