পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম হিন্দুপাড়া গ্রামে সনাতন ধর্মালম্বীদের ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের মহানাম যজ্ঞানুষ্ঠানে চার মহিলা চোরকে আটক করে পুলিশের তুলে দিয়েছে এলাকাবাসী।
র্কীতন অনুষ্ঠান চলাকালে হিন্দু সেজে তারা চুরি করতে গিয়েছিলেন।
জানা যায়, উক্ত র্কীতন অনুষ্ঠানে গতকাল শুক্রবার বিকেল চারটার সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে কিছু বহিরাগতদের মানুষের আগমন ঘটে।
স্থানীয় জনসাধারণ বহিরাগতদের উপস্থিতি বিষয়টি বুঝতে না পেরে অনুষ্ঠানে মগ্ন ছিলেন। এই সুযোগে বহিরাগতরা অনুষ্ঠানের উপস্থিত জনসাধারণের মুল্যবান জিনিসপত্র চুরি করার চেষ্টা করে। এ সময় বিষয়টি স্থানীয় লোকজন বুঝতে পেরে চার নারীকে আটক করে। আটককৃত চার মহিলা হলো, মোছাঃ জাহেলা আক্তার পুতুল (২১), স্বামী-মোঃ কামাল মিয়া, সাং-ওররন্ডল, থানা- নাছিমনগর, জেলা- বি-বাড়িয়া, ২। মোঃ শিল্পী বেগম (২০), স্বামী- সেন্টু মিয়া, পারো জিলাবো, থানা- বেলাবো, জেলা- নরসিংদী, ৩। মোছাঃ হাসিনা (২৫), স্বামী- মিরাজ আলী, সাং- তর মন্ডল, থানা- নাছিম নগর, জেলা- বি-বাড়িয়া, ৪। মোছাঃ সাদিয়া আক্তার (২৪), পিতা- ফারুক হোসেন, সাং- শিবপুর, থানা- ভোলা সদর, জেলা- ভোলা।
পরবর্তীতে ঘটনাস্থলে পুঠিয়া থানার অফিসার ও ফোর্স উপস্থিত হয়ে চারজন মহিলাকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
স/আর