বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

পুঠিয়ায় মেয়েকে বিয়ে করলো ছেলে, আর মাকে বিয়ে করলো বাবা

Paris
আগস্ট ২৯, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী কন্যাকে অস্বীকার করার পর ছেলে নাসিম আলী (২২) বিয়ে করেছে খালা শাশুড়ির মেয়ে সুরাইয়া আক্তার রাহীকে (১৫) । আর নাসিমের বাবা জামাল উদ্দিন বাবু (৪৫) বিয়ে করেছে রাহীর মা শাবানা খাতুনকে (৩০) । এদিকে নাসিমের স্ত্রী তার কন্যাকে নিয়ে স্বামীর বাড়ির সামনে অবস্থান করছে দু’দিন ধরে। এ ঘটনায় বাড়ি ছেড়ে পালিয়ে গেছে নাসিমের বাবা। নাসিম দ্বিতীয় স্ত্রী নিয়ে বাড়িতে অবস্থান করছে।

পুঠিয়া পৌর সদরের গণ্ডগোহালী গ্রামের জামালগঞ্জ পাড়ায় বুধবার থেকে কন্যা সন্তানকে নিয়ে অবস্থান করলেও স্বামীর বাড়িতে প্রবেশ করতে পারছে না নাসিমের স্ত্রী মাহিন খাতুন (২০)। মাহিন নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রামের মাহবুব আলীর মেয়ে।

মাহিনের বাবা মাহবুব আলী জানান, প্রায় দেড় বছর আগে পারিবারিক সম্মতি ও দেখা শোনার মাধ্যমে বিয়ে দেওয়া হয় তার মাহিনের। দেড় মাস আগ তার একটি কন্যা সন্তান হয়েছে। প্রায় তিন আগে গর্ভবতী অবস্থায় তাকে জামাই নাসিমের বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসি। এরপর থেকে জামাই কোনো খোঁজ খবর নেয়নি। গতকাল বুধবার আমরা পারিবারিক ভাবে মেয়ের শশুর বাড়ি যাই। কিন্তু তারা আমাদের কাউকে বাড়ি ভেতরে যেতে দেয়নি তারা। জামাইকে এ পর্যন্ত পাঁচ লাখ টাকা দিয়েছেন বলে জানান তিনি।

নাসিমের সাথে তার বাড়িতে কথা বললে সে তার স্ত্রী মাহিন ও সন্তানকে বাড়িতে তুলতে অস্বীকার করে।

এদিকে নাসিম এক সপ্তাহ আগে তার খালা শাশুড়ির মেয়ে সুরাইয়া আক্তার রাহীকে ও তার বাবা তিনমাস আগে রাহীর মা শাবানা খাতুনকে বিয়ে করার ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় চান্ঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, এবিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। আজ বৃহস্পতিবার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।