সিল্কসিটিনিউজ ডেস্ক :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আরেকটি ধাক্কা খেয়েছে ভারত। ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান শুবমান গিল। পার্থ টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পার্থের ওয়াকায় নিজেদের মধ্যে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শনিবার (১৬ নভেম্বর) স্লিপে ফিল্ডিংয়ের সময় বাম হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন গিল। পরে আর মাঠে ফেরেননি তিনি। টেস্টে গিল ব্যাটিং করেন তিন নম্বরে। তবে দ্বিতীয় সন্তানের জন্মের কারণে অধিনায়ক রোহিত শার্মা প্রথম টেস্টে যদি না খেলতে পারেন, সেক্ষেত্রে ইয়াসাসভি জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ের বিকল্প হিসেবেও ভাবা হচ্ছে গিলকে।
গিলের এই চোটের মাঝেই অবশ্য একটি সুখবর পেয়েছে ভারত। গত শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পার্থ টেস্ট ও সন্তান জন্মের তারিখ কাছাকাছি হওয়ায় বোর্ড ও নির্বাচকদের রোহিত জানিয়ে রেখেছিলেন, সিরিজের প্রথম টেস্টে তাকে নাও পাওয়া যেতে পারে। এমনকি অনুশীলনের জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাওয়া এবং সন্তান জন্মের সময় দেশে ফেরার কথাও নাকি বিবেচনা করেছিলেন তিনি। তবে এখন রোহিত পার্থে দলের সঙ্গে যোগ দেবেন অথবা প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে কিনা, তা নিশ্চিত নয়।
জয়সওয়ালের ওপেনার সঙ্গী হিসেবে ভাবা হচ্ছিল লোকেশ রাহুলকেও। কিন্তু শুক্রবার ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। শনিবারও তিনি মাঠে ছিলেন না। ওপেনিংয়ে ভারতের আরেকটি বিকল্প হলেন আভিমান্যু ইশ্বরন।
এই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে টেস্ট দলে জায়গা করে নেন অভিষেকের অপেক্ষায় থাকা ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। পাঁচ টেস্টের সিরিজের প্রথমটি আগামী শুক্রবার শুরু হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন