বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানে অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত

Paris
সেপ্টেম্বর ২৮, ২০১৬ ২:০১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ‘বিরাজমান পরিস্থিতিতে’ ভারত, বাংলাদেশের পক্ষে সম্মেলনে অংশ নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। আজ বুধবার সম্মেলন স্থগিতের ঘোষণা দেওয়া হলো।

 

আজ সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির প্রভাবশালী গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট এ খবর দিয়েছে। আসছে নভেম্বরে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠন সার্কের এবারের শীর্ষ সম্মেলনে অংশ না নিতে পারার সিদ্ধান্ত এরই মধ্যে নেপালকে জানিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করতে না পারলে স্বয়ংক্রিয়ভাবেই সার্ক শীর্ষ সম্মেলন বাতিল বা স্থগিত হয়ে যায়।

 

গত ১৮ সেপ্টেম্বর ভারতের একটি সেনাশিবিরে প্রবেশ করে ১৮ সেনাসদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরা পাকিস্তানি বলে সন্দেহ প্রকাশ করেছে ভারত। আর এর পর থেকেই দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

এর আগে গতকাল বাংলাদেশও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার ঘোষণা দেয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ওই সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত সার্কের সচিবালয় এবং বর্তমান সভাপতি দেশ নেপালকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আফগানিস্তান ও ভুটানও ওই সম্মেলনে যাচ্ছে না।

সূত্র: এনটিভি

সর্বশেষ - খেলা