শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানের দুই স্পিনারকে প্রশংসায় ভাসালেন ইংল্যান্ড অধিনায়ক

Paris
অক্টোবর ২৬, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুলতানে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে পর্যদুস্ত হয়েছিল পাকিস্তান। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে তাদের দেখা গেলো অন্যরূপে। তারা বদলে গেলো দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলীর বদৌলতে। দুজনে হাত ঘুরিয়ে ইংল্যান্ডের ২০ উইকেটের সবগুলো নেন। ১৫২ রানের দারুণ জয়ের পর রাওয়ালপিন্ডিতেও দুই স্পিনার প্রতিপক্ষের ১৯ উইকেট নিয়েছেন তারা দুজনে। ৯ উইকেটের বিশাল জয়ে ২০২১ সালের পর ঘরের মাঠে প্রথম সিরিজও জিতেছে পাকিস্তান।

সাজিদ ও নোমানের কাছে চার ইনিংসে ৪০ উইকেটে ৩৯টি হারানোর পর তাদের প্রশংসা করতে কার্পণ্য দেখাননি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ইনিংস ব্যবধানে হারের পর তারা মুলতানে দ্বিতীয় টেস্টে যোগ দেন, তারপর তাদের ঘূর্ণিতে নির্বিষ হয়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

স্টোকস বললেন, ‘মেনে নিতেই হবে, এই দুই বোলার শেষ দুটি ম্যাচে আমাদের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ছিল অনেক বেশি ভালো। নোমান ও সাজিদকে কৃতিত্ব দিতেই হবে, তারা দ্বিতীয় টেস্ট ম্যাচ ও এই খেলায় যেভাবে বল করলো, তা ছিল খুবই ভালো এবং চ্যালেঞ্জিং।’

দুই বছর আগে ৩-০ তে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। এবার সিরিজ হেরে গেলো। হতাশ স্টোকস, ‘ইংল্যান্ডের হয়ে হারা কষ্ট দেয়। এটা হতাশাজনক।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা