শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানকে হারিয়ে ৬ বছর পর ফাইনালে শ্রীলঙ্কা

Paris
অক্টোবর ২৫, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আবারও ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা। আজ প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে তারা। ৬ বছর পর আবারও ফাইনালে উঠেছে তারা।

আহান বিক্রমাসিংহের অপরাজিত ফিফটি ও দুশান হেমন্তর দুর্দান্ত বোলিংয়ে বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা।

আল আমেরাতে ১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২১ বল হাতে রেখে জয় পায় দুইবারের চ্যাম্পিয়নরা। দলীয় ২৪ রানে যশোদা লঙ্কা ১১ রানে আউট হলেও দ্বিতীয় উইকেটে দুর্দান্ত ৬৪ রানের জুটি গড়েন লাহিরু উদারা ও বিক্রমাসিংহে। ২১৫.০০ স্ট্রাইকরেটে ৪ ছয় ও ২ চারে ৪৩ রানে ঝোড়ো ইনিংস খেলে উদারা আউট হলেও জয় নিয়ে মাঠ ছেড়েছেন বিক্রমাসিংহে।
৪৬ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন বিক্রমাসিংহে।

ইনিংসটি সাজান ৪ চার ও ১ ছক্কা। তার সঙ্গে ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন সাহান আরাচ্চিগে। ম্যাচ হারার আগে পাকিস্তানের সাফল্য ছিল তৃতীয় ব্যাটার হিসেবে শ্রীলঙ্কার অধিনায়ক নুয়ানিদু ফার্নান্দোকে আউট করা।
এর আগে হেমন্তর দুর্দান্ত বোলিংয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

পাকিস্তান এই স্কোর দাঁড় করাতে পেরেছে মূলত তাদের ওপেনার ওমাইর ইউসুফের সৌজন্যে। শুরুতেই নেমে এক প্রান্ত আগলে রেখে ৬৮ রানের ইনিংস না খেললে এক শর আগেই অলআউট হতে পারত তার দল।
কেননা পাকিস্তানের আর কোনো ব্যাটারই ১৫ রানও করতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেছেন হায়দার আলী। পাকিস্তান শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে।

২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া হেমন্তর আগে অবশ্য টপ অর্ডার ভেঙে দিয়েছেন ২ উইকেট নেওয়া এশান মালিঙ্গা।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা