শুক্রবার , ২৫ মে ২০১৮ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সিংড়ায় ডিগ্রি কলেজের ১৫ শিক্ষার্থী বহিষ্কার

Paris
মে ২৫, ২০১৮ ৪:৫৫ অপরাহ্ণ

সিংড়া প্রতিনিধি
শুক্রবার নাটোরের সিংড়ার চলনবিল মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ ও বিএসএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, শুক্রবার চলনবিল মহিলা ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ ও বিএসএস প্রোগ্রামের সিভিকস এডুকেশন-১ পরিক্ষায় শুরু হয়। পরিক্ষা চলাকালীন সময় হঠাৎ সকাল ১১টায় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার অসদুপায় অবলম্বনের দায়ে ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

এসময় পরিক্ষায় দায়িত্বরত সকল শিক্ষক ও পরিক্ষার্থীদের ছোটাছুটি করতে দেখা যায়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এসে এই ঘটনা দেখে অবাক হন এবং দুঃখ প্রকাশ করেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই খারাপ অবস্থা।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর