রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পরিবেশ রক্ষায় উৎসাহ দিতে রাবি শিক্ষকের বৃক্ষ রোপণ

Paris
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি :

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাঁদের নিয়েই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। আজ রবিবার ( ১০ সেপ্টেম্বর), বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দীন একাডেমিক ভবন সংলগ্ন (ইবলিশ চত্বর) পুকুর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।

সেই শিক্ষক হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।

আয়োজক সূত্রে জানা যায়, যান্ত্রিকতার এই যুগে মানুষ অজান্তেই পরিবেশের ক্ষতি করছে। উন্নয়নের নামে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে প্রকৃতি-পরিবেশ। বড় বড় স্থাপনা সেতুসহ উন্নয়ন প্রকল্পে কাটা হচ্ছে গাছ, ভরাট হচ্ছে খাল, দূষিত হচ্ছে নদী, আর্দ্রতা হারাচ্ছে মাটি, অনুপযোগী হয়ে উঠছে বসবাসের। ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা দিন দিন হ্রাস পাচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর এ বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরী বিষয়।

আরও জানা যায়,  বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ‘এনভায়রনমেন্ট,  ইকোলজি এন্ড সোশ্যাল ওয়ার্ক’ কোর্সের পাঠদান শেষে বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন অধ্যাপক রবিউল ইসলাম। এছাড়াও এসময় ক্লাসে শতভাগ উপস্থিতির জন্য শিক্ষার্থীদের কে পুরষ্কৃত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক রবিউল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি ব্যতীত বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র গাছ লাগানোর সুযোগ নেই। এইজন্য আমরা স্বল্প পরিসরে  ১ টি ঔষধি এবং ১ টি সৌন্দর্য বর্ধনকারী গাছ লাগিয়েছি। এই বৃক্ষ রোপনের মূল উদ্দেশ্য প্রকৃতির প্রতি দায়িত্ব ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তোলা।

সর্বশেষ - রাজশাহীর খবর