বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পরিচয় প্রকাশের পর পজিটিভ ফিডব্যাক পাচ্ছি: ঢাবি শিবির সেক্রেটারি

Paris
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বলেছেন, পরিচয় প্রকাশ করার পর পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাপারে ৯০ শতাংশ পজিটিভ রিভিউ পাওয়া যাবে। বৃহস্পতিবার বিকালে ঢাবির টিএসসিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এস এম ফরহাদ বলেন, আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে কখনও ছিলাম না। ছাত্রলীগের সঙ্গে ছবি আরও অনেক আসবে কারণ আমি ডিবেটিং ক্লাবের সদস্য। এ ছাড়া সাবেক মন্ত্রী থেকে আমি ডিবেটিং ক্লাবের পুরস্কারও নিয়েছি।

তিনি আরও বলেন, এতোদিন পরিচয় গোপন রাখার কারণ, আমাদের আগের বড় ভাইদের ক্রসফায়ার করে হত্যা করা হয়েছে। সবাই দলের পরিচয় ভুলে গিয়ে আন্দোলন করেছে। আন্দোলনে যেমন আমরা একসঙ্গে কাজ করেছি, এখনও অন্য দলের সঙ্গে মিলে কাজ করবো।

শিবিরের সেক্রেটারি জানান, ছাত্রশিবির নিয়মতান্ত্রিক রাজনীতি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতির বিষয়ে ‘হ্যা’ বা ‘না’ করার জন্য বিশ্ববিদ্যালয়ের তিনটি অথরিটি আছে। অন্য কেউ এ সিদ্ধান্ত নিতে পারে না। তারা হলো- সিন্ডিকেট, সিনেট ও অ্যাকাডেমিক কাউন্সিল।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়