বাঘা প্রতিনিধি :
ঢাকা রাজপথে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতর্েৃত্বে মিছিল নিয়ে দলীয় কার্যালয় থেকে দলীয় ফরম উত্তোলন শেষে জমা দেন। সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দলীয় ফরম উত্তোলনের পরে জমা দেন তিনি।
জানা যায়, দলীয় ফরম উত্তোলনের আগে ঢাকা রাজপথে বাঘা ও চারঘাট উপজেলার দুই শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করেন। পরে দলীয় কার্যালয় থেকে ফরম উত্তোলনের পরে জমা দেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে ছিলেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল হোসেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, চারঘাট পৌর মেয়র একরামুল হক, বাঘা উপজেলা যুব লীগের সভাপতি কামরুজ্জামান নিপন। এছাড়া বাঘা ও চারঘাট উপজেলার তিনটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই মিছিলে অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন বলেন, ঢাকার রাজপথে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নের্তৃত্বে মিছিল করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে ফরম উত্তোলনের পরে জমা দেওয়া হয়েছে।
এছাড়া দলীয় ফরম উত্তোলন শেষে জমা দিয়েছেন রাজশাহী-৬ বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী।
উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ নম্বর আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।