শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পবায় জাতীয় নির্বাচনে নাশকতার অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা

Paris
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

২০১৮ সালে জাতীয় নির্বাচনে ককটেল ও বোমা বিষ্ফোরণ এবং অবৈধ অস্ত্র ও বেআইনি ভাবে ভোটে বাধাঁ প্রদান করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (২৭ ই আগস্ট) পবা থানায় বাদী হয়ে মামলাটি করেন নওহাটা পৌরসভার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের হাবিব মিয়া। পবা থানায় মামলা নম্বর-৪ এ এজাহরে বলা হয়েছে বাদী গত ২০১৮ সালের ১২ ই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা সাড়ে ১১ টার সময় বাদী সহ স্থানীয় লোকজন ভোট দেওয়ার উদ্দেশ্য নিজ ভোট কেন্দ্র পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, পবা, রাজশাহীতে পৌঁছাইলে ১ নং আসামী হাফিজুর রহমান হাফিজ এর হুকুমে ৪ নং আসামী নাজমুল ইসলাম বারিক ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায় এবং সকল আসামীগণ পরস্পর যোগসাজসে অবৈধ ভাবে ভোট প্রদান করতে বাধা দেয়।

মামলার এজাহারে আসামী করা হয় ১ নম্বর আসামী করা হয় পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান হাফিজ কে, ২ নম্বর আসামী করা হয় নওহাটা পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র দিদার হোসেন ভূলু, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও নওহাটা পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র আজিজুল হক কে মামলার ৩ নম্বর আসামী করা হয়েছে। মামলায় যথাক্রমে আসামী করা হয়, নাজমুল ইসলাম বারীক, আব্দুল বারী খাঁন, শফিকুল ইসলাম শফিক, কামরুল হাসান, খাইরুল (হাজী) ,মোঃ রুকু, মোঃ সুমন, মোঃ জয়নাল, মোঃ রোমেল, মোঃ রাব্বি, মোঃ জেনার, মোঃ নজরুল, মোঃ জিয়া, মোঃ ইমাম, মোঃ রিংকু, শহিদুল ইসলাম, আনারুল ইসলাম (আনার), মোঃ জনি, মোঃ আসাদ, মোঃ রাজু, মোঃ পলাশ, মোঃ সোহান সহ অজ্ঞাত আরো ২০-২৫ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়।
এই বিষয়ে পবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেপ্তার করা হবে।

স.আর

সর্বশেষ - রাজশাহীর খবর