মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

নেই সাকিব-তামিম, টি-টোয়েন্টিতে নতুন এক চমক

Paris
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ

বিপিএল শেষ হলেই শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজ। বিপিএলের ফাইনালের দিনই, ১ মার্চ শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছাবে। এরপর তিনদিন পর, অর্থাৎ ৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৩ মার্চ থেকে চট্টগ্রামে চলবে ওয়ানডে সিরিজ।

এই দুই সিরিজের জন্য বাংলাদেশের দুটি দল ঘোষণা করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

দুই সিরিজের একটিতেও নেই সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। বিপিএল চলাকালেই আলোচনার তুঙ্গে ছিল, সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলবেন কি না এই ইস্যু। এমনকি, তাকেও যখন এ নিয়ে প্রশ্ন করা হয়েছিলো, তখন তিনি রেগে গিয়েছিলেন প্রশ্নকারী সাংবাদিকের প্রতি। বলেছিলেন, আমি কী বলেছি যে থাকবো না!

অথচ বাস্তবে দেখা গেলো, শ্রীলঙ্কা সিরিজে সত্যিই নেই সাকিব। অন্যদিকে বিপিএল দিয়ে মাঠে ফেরা তামিম ইকবালও জাতীয় দলের হয়ে খেলবেন কিনা, তা নিয়ে গুঞ্জন ছিল। কিন্তু দেখা গেলো- দুই ফরম্যাটের একটিতেও সিনিয়র এই দুই ক্রিকেটারকে দলে রাখা হয়নি।

টি-টোয়েন্টি সিরিজে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিস্ময় অফস্পিনার আলিস আল ইসলামকে রাখা হয়েছে দলে। এই প্রথম জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাইম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং আলিস আল ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল (দুই ম্যাচের জন্য)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা সিরিজের সূচি
১ মার্চ: শ্রীলঙ্কা ক্রিকেট দলের ঢাকায় আগমন

টি-টোয়েন্টি
৪ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, সিলেট, সময়: সন্ধ্যা ৬টা।
৬ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, সিলেট, সময়: সন্ধ্যা ৬টা।
৯ মার্চ: তৃতীয় টি-টোয়েন্টি, সিলেট, সময়: বিকাল ৩টা।

ওয়ানডে
১৩ মার্চ: প্রথম ওয়ানডে, চট্টগ্রাম, সময়: দুপুর ২.৩০টা।
১৫ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, চট্টগ্রাম, সময়: দুপুর ২.৩০টা।
১৮ মার্চ: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম, সময়: সকাল ১০টা।

Spiring 2025 New Design

সর্বশেষ - খেলা