শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০১৬ | ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নির্বাচন কমিশন পুনর্গঠনে সব দলের সঙ্গে আলোচনার দাবি

Paris
সেপ্টেম্বর ৩০, ২০১৬ ১১:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচন কমিশন পুনর্গঠন ও আগামী নির্বাচনের সরকার পদ্ধতি নিয়ে বিএনপিসহ সব দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

 

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান দুদু।

 

বিএনপি নেতা বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না তার প্রথম ধাপ নির্বাচন কমিশন কীভাবে গঠিত হচ্ছে। স্বচ্ছভাবে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার দাবি জানিয়ে তিনি বলেন, ৫ জানুয়ারির মতো তামাশার নির্বাচন হলে তা প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ।

 

শামসুজ্জামান দুদু বলেন, ‘একটা জাতি গণতন্ত্রের জন্য কত রক্ত দিতে পারে? কত সংগ্রাম করতে হবে? সে জন্য আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান আলোচনার উদ্যোগ নিন। সে আলোচনার বিষয় নির্বাচন কমিশন গঠন, সে আলোচনার বিষয় আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে, সে আলোচনার বিষয় দেশের স্থিতিশীলতা, অগ্রগতি।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়