শনিবার , ৯ জুলাই ২০১৬ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিজ উদ্যোগে পিস টিভি বন্ধ করে দিচ্ছে কোয়াব

Paris
জুলাই ৯, ২০১৬ ৮:২৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়াই নিজ উদ্যোগে পিস টিভি বন্ধ করে দিচ্ছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

 

শনিবার বিকেলে সংগঠনটির সভাপতি মীর হোসেন আখতার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, ‘পিস টিভি বন্ধে এখনও মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয়নি। আমরা নিজ উদ্যোগে পিস টিভি বন্ধ করে দিচ্ছি।’

 

ইতিমধ্যে বেশকিছু এলাকায় পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

 

পিস টিভির বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে কোয়াব সভাপতি বলেন, পিস টিভি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে আজ (শনিবার) দুপুরে তার সঙ্গে কথা হয়েছে। তিনি কোনো নির্দেশনা দেননি। তবে বলেছেন, রোববার নিজ মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে নির্দেশনা দেবেন।

 

তিনি আরো বলেন, পিস টিভি নিয়ে যেহেতু বিতর্ক উঠেছে, সেহেতু আমরা নিজ উদ্যোগেই এর সম্প্রচার বন্ধের উদ্যোগ নিয়েছি। আমি অপারেটরদের বলে দিয়েছি এই চ্যানেল যেন আর সম্প্রচার করা না হয়।

 

এরই মধ্যে জঙ্গিবাদে উস্কানি অভিযোগে প্রতিবেশি দেশ ভারতে জাকির নায়েকের পিসটিভির সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশটির পুলিশ  তদন্ত শুরু করেছে।

 

পিস টিভির উদ্যোক্তা জাকির নায়েকের বিতর্কিত কথায় তরুণরা জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ছে—এমন অভিযোগ রয়েছে। গত ১ জুলাই গুলশান হামলায় জড়িতদের মধ্যে দুই তরুণ জাকির নায়েকের বক্তব্য শুনে জঙ্গিবাদে প্ররোচিত হয়েছে বলে সামাজিক মাধ্যমে অভিযোগ উঠেছে।

 

২০০৬ সালের ২১ জানুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশে পিস টিভি সম্প্রচারিত হচ্ছে। ২০১১ সালের ২২ এপ্রিল শুরু হয় পিস টিভি বাংলা চ্যানেল। বাংলা ছাড়াও বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হচ্ছে এ চ্যানেলটি।

 

মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান পিস টিভি। এটা পরিচালনা করেন জাকির নায়েক নিজেই।

সূত্র:রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়