বাজনা
বাজনার ভেতর বাজনা বসিয়ে
নিজেকে অতিক্রম করে
পৌঁছে যাই তোমার কাছে।
একবার পৌঁছালেই,
আমার সকল অসুখ সেরে যায়।
অন্ধকার
অন্ধকার পড়তে শিখিনি ঠিক
তবুও তোমাকে খুঁজে পেয়ে যাই।
তালুতে অন্ধকার এঁকে
একদিন অন্ধকার পড়তে শিখলাম।
আর তুমি শিখে গেলে পুড়তে।
আগুনপাঠ করতে করতে
একদিন তুমি ডুব দিলে জলে
আর আমি অন্ধকার পড়তে পড়তে
ডুব দিলাম তোমার ভেতর।
জাদুঘর
রাস্তায় হাঁটতে হাঁটতে
তোমার ছায়াকে ফুল মনে করে ছবি তুলি।
তারপর সেই ছবি টাঙিয়ে রাখি
আমার জাদুঘরে।