সিল্কসিটিনিউজ ডেস্ক:
নাটোর সদরের সৈয়দ মোড়ে শনিবার (১৭ নভেম্বর) দুপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় ভ্যান আরোহী নাঈম ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু ও চারজন আহত হয়েছে। নিহত নাঈম ইসলাম গোপালগঞ্জ সদরের মৃত লিটু শিকদারের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের সদও উপজেলার সৈয়দমোড়ে নাটোরগামী একটি দ্রুতগামী ট্রাক একটি ভ্যানগাড়ীকে পিছন থেকে চাপা দিলে আরোহী নাঈম ইসলাম (২৮) নামে এক যুবক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।