নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের মাদ্রাসা মোড় কাঁচা বাজার থেকে গ্রিল চুরি করতে এসে ধরা পড়ে শিক্ষার্থীদের হাতে। তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর নয়, আবার গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নয়। শাস্তি হিসেবে মিউজিকের সঙ্গে নাচিয়ে এবং কান ধরে উঠবস করার পর ওই চোরকে মোরগ-পোলাও খাইয়ে আপ্যায়ন করেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, চোরের মুখে সবুজ রং মাখিয়ে মিউজিকের তালে তালে নাচাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় চোরের সঙ্গে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকেও নাচতে দেখা যায়। মাঝে মাঝে চোরকে কান ধরে উঠবস করাচ্ছে শিক্ষার্থীরা। এরপর চোরকে চেয়ারে বসিয়ে মোরগ- পোলাও খাওয়ানো হয়। এ খবর শুনে আশপাশের থেকে উচ্ছুক জনতা ভিড় জমায় শহরের মাদ্রাসা মোড়ে।
জানা যায়, নাটোর শহরের মাদ্রাসা মোড় কাঁচা বাজার থেকে দোকানের গ্রিল চুরির সময় শিক্ষার্থীর হাতে আটক হয় ওই চোর। এরপর শিক্ষার্থীরা চোরকে আটক করে নিয়ে আসে মাদ্রাসা মোড়ে। সেখানে তাকে নাচিয়ে, কান ধরে উঠবস করিয়ে শেষে মোরগ-পোলাও খাইয়ে ছেড়ে দেওয়া হয়।
এসময় চোরকে বলতে শোনা যায়, তিনি এক বছর পর চিকেন বিরিয়ানি খাচ্ছেন। খাবারটি অনেক স্বাদ ছিল। তিনি আর কখনো চুরি করবেন না বলে স্বীকার করেন।
শিক্ষার্থীরা বলেন, চুরির শাস্তি হিসেবে চোরকে মিউজিকের সঙ্গে নাচ করা হয়েছে। এবং ভবিষ্যতে আর চুরি যেন না করে সেজন্য তাকে কান ধরে উঠবস করানো হয়। এরপর তাকে মোরগ পোলাও দিয়ে আপ্যায়ন করা হয়। মারধর না করে তাদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত। সেজন্য তাকে মারধর না করে আর কোনো দিন চুরি করবে না সে স্বীকার করে। পরে তাকে আমরা ছেড়ে দেই।