সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বাবা-মায়ের উপর অভিমান করে সাদিয়া খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা ১১টায় তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। সে ভাগনাগরকান্দি গ্রামের কৃষক শাহাদত হোসেন এর মেয়ে ও ভাগনাগরকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করে।
স্থানীয় গ্রাম পুলিশ বাবুল হোসেন জানান, প্রায় এক বছর আগে নিহত ছাত্রী সাদিয়া খাতুনের মতামত না নিয়ে তার বিয়ে দেয় বাবা-মা। পরে সে বাবার বাড়িতে ফিরে আসে এবং এবছর এসএসসি পরিক্ষায় অংশ নেয়। পরিক্ষা শেষে স্বামীর বাড়িতে ফিরে যেতে বাবা-মা তাকে বকা ঝকা করলে গলায় ওড়না পেচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।
এস/আই