সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
‘শান্তির জন্যে খেলা’- এ স্লোগানে আগামী ১৯ আগস্ট নরওয়ের রাজধানী অসলোতে একটি টি-টোয়েন্টি প্রীতি ম্যাচ আয়োজন করেছে ক্রিস্টিনিয়া ক্রিকেট ক্লাব। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল ম্যাচে অংশ নিবেন।
বিশ্বসেরা একাদশের হয়ে খেলবেন তামিম। তাদের প্রতিপক্ষ পাকিস্তান স্টার্স। এরই মধ্যে বোর্ড থেকে ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন দেশসেরা ওপেনার। তামিম ইকবালের সঙ্গে নরওয়েতে খেলার কথা রয়েছে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের।
এ তালিকায় আছেন পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার শোয়েব আক্তার ও সনাৎ জয়াসুরিয়া। ভারত থেকে খেলার কথা রয়েছে ইরফান পাঠান ও ইউসুফ পাঠানের।
বোর্ড অনুমতি দিলে পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের খেলার কথা রয়েছে। পাকিস্তান স্টার্সকে নেতৃত্ব দিতে পারেন মিসবাহ। ১৭ আগস্ট নরওয়ে পৌঁছাবেন তামিম ইকবাল। দু’দিনের বিশ্রামের পর ১৯ আগস্ট মাঠে নামবেন তামিম। এর আগেও বিভিন্ন সময়ে বিশ্ব একাদশের হয়ে খেলেছেন বাংলাদেশের এ তারকা।
সূত্র: রাইজিংবিডি