নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির আতাউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে যৌতুকের মামলা করেছে তার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম। বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মূখ্য হাকিমের আদালতে এই মামলা করেন। মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধ সমন জারি করেছেন আদালত। মামলার শুনানি শেষে আদালতের বিচারক মাহাবুবুর রহমান আগামী চার সেপ্টেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করে।
বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু বলেন, আতাউর রহমানের বিরুদ্ধে ৫ লাখ টাকার যৌতুকের দাবির অভিযোগ আনা হয়েছে। তার দ্বিতীয় স্ত্রী বাদি হয়ে এই মামলা করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, ২০১৬ সালের ১১ এপ্রিল আতাউর রহমানের সঙ্গে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে গোপনে তাদের বিয়ে হয়। রাশেদাকে স্ত্রী হিসেবে মানতে অস্বীকার করেন আতাউর। পরে কাবিরনামা নিয়ে বিভিন্ন স্থানে দেনদরবার করেন তিনি। কিন্তু উল্টো তাকে ভয়ভিতি দেখানো হয়।
এক পর্যায়ে তার কাছে থেকে ৫ লাখ টাকার যৌতুকের দাবি করেন আতাউর। রাশেদা সেই যৌতুকের টাকা দিনে না পাড়ায় তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি।
এর আগে গত মাসের দুই জুন রাশেদা তার ভাইদের নিয়ে আতাউরের বাড়িতে যান। এসময় তাকে বাাসায় থাকতে দেওয়া হয়নি। পরে তাকে উল্টো ভায়ভিতি দেখিয়ে বাসা থেকে তাড়িয়ে দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি তার স্বামী আতাউর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন বলে এই আইনজীবী জানায়।
স/আ