নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর র্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন ও গাঁজা সেবনের অভিযোগে আরো চারজনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডিবাগানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নগরীর লক্ষীপুর আইডি বাগনপাড়া এলাকার হাবিব ওরফে দুলুর ছেলে রতন আলী (৩৯), দাসপুকুর এলাকার সাইফুল ইসলামের ছেলে মৃদুল (২২)। মাদক সেবীরা হলো নগরীর লক্ষীপুর আইডি কোয়ার্টার এলাকার খন্দকার সামশুল আলমের ছেলে শাকিল হোসেন পলাশ (৪৬), বিলশিমলা এলাকার শাকিল (২৪), রাকিব (২২), দুলু শেখ (৬৭)। এদের বাড়ি নগরীর বাকীর মোড় বাগানপাড়া এলাকায়।
অভিযানে উদ্ধার হয়েছে -৫০০ গ্রাম গাঁজাসহ সরঞ্জামাদি।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন জায়গা থেকে একত্রি হয়ে গাঁজা সেবন ও বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের রাজপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।