মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নগরীতে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে আটক ১

Paris
সেপ্টেম্বর ৬, ২০১৬ ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকা থেকে ১৫ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিতে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের রেলগেট এলাকার মুক্তার হোসেনের ছেলে বাবলু (৩০)।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বহরমপুর এলাকার সুইপার কলোনি থেকে আটক করা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মেহেদী হাসান রন্টু জানান, মঙ্গলবার দুপুরের দিকে গোদাগাড়ী এলাকা থেকে এক ব্যক্তি অভিনব কায়দায় হেরোইন নিয়ে অটোরিক্সায় নগরীতে প্রবেশ করছে এমন গোপন সংবাদ তার নেতৃত্বে ডিবির একটি দল জানতে পারেন ।

এ ধরনের সংবাদ পেয়ে তারা বহরমপুর সুইপার কলোনি এলাকার পাকা রাস্তায় অটোরিকশা থামিয়ে বাবলুর দেহ তল্লাশি করা হয়। এ সময় বাবলুর গোপনাঙ্গের সাথে পলিথিনের মোড়ানো অবস্থায় আটকানো ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

ওসি মেহেদী আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু পুলিশকে জানিয়েছে সে দীর্ঘদিন ধরে হোরোইন বহনের কাজ করে। প্রতি চালানে সে দেড় হাজার করে টাকা পায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর