বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নগরীতে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত

Paris
নভেম্বর ১৬, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

নগরীতে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া ও যান্ত্রিক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উদ্যোগে হাজি মোহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়ায় উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ মহসিন স্কুলের প্রধান শিক্ষক মো: মোস্তাক হাবিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কর্মচারী, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার রাশেদুর রহমান।

মহড়া শেষে যান্ত্রিক র‌্যালি অনুষ্ঠিত। যান্ত্রিক র‌্যালিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস এ এসে শেষ হয়।

এস/আই

সর্বশেষ - রাজশাহীর খবর